বল এখন মার্কিন কোর্টে: পারমাণবিক বিতর্ক প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফিরে যেতে এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এএফপি ফাইল ফটো

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফিরে যেতে এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রুহানি একটি টেলিভিশন ক্যাবিনেট বৈঠকে বলেন, ‘বল এখন মার্কিন কোর্টে আছে। যদি ওয়াশিংটন ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফিরে আসে, তাহলে আমরা এই চুক্তির অধীনে আমাদের প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলব।’

আজ বুধবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি নতুন মার্কিন প্রশাসন আইনের শাসনে ফিরে আসার অঙ্গীকার করবে। তারা যদি আগামী চার বছর তা করতে পারে, তাহলে তারা গত চার বছরের সমস্ত কালো দাগ দূর করতে পারবে।’

২০১৮ সাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ছয় বিশ্ব শক্তির মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তেহরানের ও ওয়াশিংটনের উত্তেজনা চলছে। ওই চুক্তির উদ্দেশ্য ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচী সীমিত করা এবং পারমাণবিক অস্ত্র উন্নয়ন প্রতিরোধ করা। চুক্তি থেকে বের হয়ে ওয়াশিংটন ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে, ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পররাষ্ট্র সচিব হিসেবে বাইডেনের পছন্দ অ্যান্টনি ব্লিনকেন মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্র এই চুক্তিতে পুনরায় যোগ দেওয়ার বিষয়ে কোনো দ্রুত সিদ্ধান্ত নেবে না।

রুহানি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবন আজ শেষ হয়ে গেছে এবং ইরানের ওপর তার ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুরোপুরি ব্যর্থ হয়েছে।’

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

6h ago