বাইডেনের জন্যে ‘আন্তরিক চিঠি’ রেখে গেছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগে তার উত্তরসূরির জন্য একটি ‘খুব আন্তরিক চিঠি’ রেখে গেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
সিএনএন জানিয়েছে, গতকাল বুধবার শপথের পর ওভাল অফিসে ট্রাম্পের চিঠি সম্পর্কে এমনটিই গণমাধ্যমকে জানিয়েছেন বাইডেন।
নির্বাহী আদেশে সই করার পর ওভাল অফিসের রেজুলেশন ডেস্ক থেকে বাইডেন জানিয়েছেন, ট্রাম্পের প্রতি শ্রদ্ধা থেকে তিনি চিঠিটির বিষয়বস্তু এখনই প্রকাশ করবেন না।
সাংবাদিকদের বাইডেন বলেছেন, ‘প্রেসিডেন্ট খুব আন্তরিক একটি চিঠি লিখেছেন। যেহেতু এটি ব্যক্তিগত, তাই আমি তার সঙ্গে কথা না বলে এর বিষয়বস্তু জানাবো না। তবে এটি বেশ আন্তরিক ছিল।’
ট্রাম্পের এক সহযোগী সিএনএন’কে জানিয়েছে, বাইডেনকে দেওয়া চিঠিটি একটি ‘ব্যক্তিগত নোট’। সেখানে দেশের সাফল্য কামনা করা হয়েছে ও নতুন প্রশাসনকে দেশের যত্ন নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে উত্তরসূরির জন্য বিদায়ী প্রেসিডেন্টের চিঠি রেখে যাওয়ার রীতি আছে।
অন্যদিকে রীতি না হলেও আন্তরিকতা দেখিয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও চিঠি দিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বাইডেন-হ্যারিসের অভিষেক অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন তিনি।
Comments