পুনেতে সেরাম ইনস্টিটিউটের কারখানায় অগ্নিকাণ্ড

ভারতের পুনের মঞ্জরি এলাকায় সেরাম ইনস্টিটিউটের একটি প্লান্টে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বিষয়টি জানায়।
প্রাথমিক সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর আটটি ইঞ্জিন কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
উল্লেখ্য, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কোভিশিল্ড উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট।
Maharashtra: Fire breaks out at Terminal 1 gate of Serum Institute of India in Pune. More details awaited. pic.twitter.com/RnjnNj37ta
— ANI (@ANI) January 21, 2021
তবে, সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, কোভিশিল্ডের উৎপাদন সেরাম ইনস্টিটিউটের মঞ্জরি প্লান্টে করা হয়নি।
পুনের দমকল কর্মকর্তাদের বরাত ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঞ্জরি প্ল্যান্টের পঞ্চম তলায় আগুন লেগেছে।
Comments