ব্যাংকের পরিচালক-এমডিদের সম্পদের তথ্য দেওয়ার সময় বাড়লো
দেশের সব তফসিলি ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অধঃস্তন দুই স্তরের কর্মকর্তাদের নিজের ও পারিবারিক সম্পদের তথ্য ব্যাংকে জমা দেওয়ার সময় প্রায় দেড় মাস বাড়ানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পদের বিবরণী ব্যাংকের পর্ষদে জমা দিতে হবে।
আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ২০ জানুয়ারির মধ্যে সম্পদের তথ্য পাঠাতে হয়। প্যানডামিকের কারণে সময় একটু পিছিয়ে দেওয়া হলো। গতকাল বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ১৮ ধারার উপধারা (২) অনুযায়ী, ব্যাংক-কোম্পানির প্রত্যেক পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী ও তার অধঃস্তন দুই স্তরের কর্মকর্তাদের প্রতি বছর নিজের বাণিজ্যিক, আর্থিক, কৃষি, শিল্প এবং অন্যান্য ব্যবসার নাম, ঠিকানা ও অন্যান্য বিবরণ এবং পারিবারিক ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্টতার বিবরণ লিখিতভাবে পরিচালনা পর্ষদের কাছে জমা দিতে হবে।
Comments