পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩
পাবনা সদর উপজেলার দুবলিয়া এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত তিন জন। আজ শুক্রবার সকালে পাবানা-সুজানগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের ঝন্টু কুণ্ডু (৬০) ও মানিকদী গ্রামের আরিফা খাতুন (৪০)।
দুবলিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শুক্রবার সকালে পাবনা থেকে কয়লা বোঝাই একটি ট্রাক সুজনগরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা পাবনার দিকে আসছিল। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ সময় আব্দুল বারেক, আব্দুল কাদের ও রওশন আরা নামে অটোরিকশার তিন যাত্রী আহত হন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিন জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছে।’
Comments