মাশরাফির এক রেকর্ড পেরিয়ে আরেক রেকর্ড ছুঁলেন মুশফিক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড যৌথভাবে ছিল মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিমের দখলে। প্রথম ম্যাচে রেকর্ডটি এককভাবে নিজের করে নেন মুশফিক।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মাশরাফির আরেকটি রেকর্ডে ভাগ বসালেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক। কোনো বাংলাদেশি ক্রিকেটারের সবচেয়ে বেশি ওয়ানডে খেলার কীর্তিও এখন যৌথভাবে তাদের দুজনের।
একটু খোলাসা করা যাক। মাশরাফি তার গৌরবময় ক্যারিয়ারে খেলেছেন ২২০ ওয়ানডে। এর মধ্যে ২১৮টিতে তিনি প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের। বাকি দুটিতে ২০০৭ সালে তিনি খেলেছিলেন এশিয়া একাদশের হয়ে।
অন্যদিকে, এদিন উইন্ডিজের বিপক্ষে মুশফিকও খেলতে নেমেছেন ক্যারিয়ারের ২২০তম ওয়ানডে। তিনি সবগুলো ম্যাচই খেলেছেন বাংলাদেশের জার্সিতে। অর্থাৎ, সিরিজের প্রথম ওয়ানডেতে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেন তিনি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে খেলা ক্রিকেটারদের তালিকার শীর্ষ দশে থাকা বাকিরা হলেন যথাক্রমে তামিম ইকবাল (২০৯), সাকিব আল হাসান (২০৮), মাহমুদউল্লাহ রিয়াদ (১৯০), মোহাম্মদ আশরাফুল (১৭৫), আবদুর রাজ্জাক (১৫৩), খালেদ মাসুদ (১২৬), মোহাম্মদ রফিক (১২৩) ও হাবিবুল বাশার (১১১)।
দুইশ বা তার চেয়ে বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের চার ক্রিকেটারের। আর অন্তত একশ ওয়ানডে খেলেছেন এমন টাইগার খেলোয়াড়ের সংখ্যা ১১ জন।
Comments