‘ট্রাম্পের ওপর হামলা’র ছবি টুইট করায় খামেনির অ্যাকাউন্ট স্থগিত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রতীকী হামলা চালানো হচ্ছে এমন ছবি পোস্ট করায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি অ্যাকাউন্ট স্থগিত করেছে টুইটার।
খামেনির অফিসের সঙ্গে সংযুক্ত সেই অ্যাকাউন্ট থেকে গতকাল বৃহস্পতিবার এক টুইটে ট্রাম্পের ছবিসহ হুমকি দেওয়া হয়। ছবিতে যুদ্ধবিমানের ছায়ায় ট্রাম্পকে গলফ খেলতে দেখা যায়।
ছবিতে একটি লেখায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় শীর্ষ ইরানি জেনারেলের হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
খামেনির ওই অ্যাকাউন্টে ফারসি ভাষায় লেখা ডিসেম্বর মাসের একটি পোস্টের বক্তব্য উল্লেখ করা হয়। বক্তব্যে বলা হয়, ‘প্রতিশোধ অনিবার্য। সোলাইমানির হত্যাকারী ও আদেশদাতাকে অবশ্যই প্রতিশোধের মুখোমুখি হতে হবে।’
রয়টার্স জানায়, পোস্টটিতে জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রথম বার্ষিকীর আগে করা খামেনির প্রতিশোধের প্রতিশ্রুতি মনে করিয়ে দিচ্ছে।
Comments