নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টায় উপজেলার কুমারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) বিদ্যুতের তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের তারের উপর পড়ায় আগুন ধরে যায়। সেই আগুন একটি ঘরে লেগে গেলে মাসুম মিয়া (৪০), তার দুই ছেলে রহমত উল্লাহ ও আব্দুল্লাহর মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে মাসুমের স্ত্রী মিতা বেগম (৩৫) দগ্ধ হন। তাকে উদ্ধার আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
আজ শনিবার সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিএম আরিফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাতেই মিতা বেগম মারা গেছেন।’
Comments