খেলা

পিএসজিতে থাকলে লম্বা সময়ের জন্য চুক্তি করবেন এমবাপে

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে তার চুক্তি নবায়নের বিষয়ে অগ্রগতির কোনো খবর নেই আন্তর্জাতিক গণমাধ্যমে।
mbappe
ছবি: রয়টার্স

কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে তার চুক্তি নবায়নের বিষয়ে অগ্রগতির কোনো খবর নেই আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা বলেছেন, নতুন চুক্তি করলে দীর্ঘদিন স্বদেশি ক্লাবটিতে থাকবেন তিনি।

শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে মঁপেলিয়েকে ৪-০ গোলে বিদ্ধস্ত করে পিএসজি। একপেশে লড়াইয়ে জোড়া গোল করেন এমবাপে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার আভাস দেন তিনি। ফরাসি টেলিভিশন চ্যানেল টেলিফুটের কাছে তরুণ এই ফরোয়ার্ড জানান, পিএসজিতে থাকা-না থাকা নিয়ে ভাবছেন তিনি। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের চাওয়া একবিন্দুতে মিলে গেলে এমবাপে লম্বা সময়ের জন্য থাকতে চান প্যারিসে।

‘ক্লাবের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করছি। আগেও বলছি, বিষয়টা নিয়ে আমি ভাবছি। কারণ, নতুন চুক্তি করলে আমি লম্বা সময়ের জন্যই করব।’

‘এখানে খুব ভালো আছি। সবসময় ভালোই ছিলাম। সমর্থকরা ও ক্লাব সবসময় আমাকে সাহায্য করেছে। এই কারণে আমি ক্লাবটির প্রতি কৃতজ্ঞ। কিন্তু সামনের বছরগুলোতে আমি কী করব, কোথায় থাকব সেটা নিয়ে আমি ভাবতে চাই।’

‘আমাদের দ্রুত একটা সিদ্ধান্তে আসতে হবে। আমি আপাতত এটা নিয়ে ভাবছি। এসব বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেলে আমি ইতোমধ্যে জানিয়ে দিতাম।’

এমবাপের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ আছে আগামী ২০২২ সালের গ্রীষ্ম পর্যন্ত। তবে তাকে পেতে আগ্রহী ক্লাবগুলোর তালিকায় আছে রিয়াল মাদ্রিদের মতো বড় নাম। এমবাপের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তারা সময়ের এই অন্যতম সেরা ফুটবলারকে দলে টানতে আগ্রহী বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

1h ago