মিরপুর বিহারি ক্যাম্পে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন

আপিল বিভাগের আদেশ অমান্য করে মিরপুরের বিহারি ক্যাম্পে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিহারিদের তিনটি সংগঠন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদের প্রতিবাদে মিরপুরে বিহারিদের ক্যাম্পে মানববন্ধন। ছবি: শাহীন মোল্লা

আপিল বিভাগের আদেশ অমান্য করে মিরপুরের বিহারি ক্যাম্পে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিহারিদের তিনটি সংগঠন। 

এর প্রতিবাদে আজ শনিবার মিরপুরে মানববন্ধন করে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ ও এসপিজিআরসি।

মানববন্ধনে ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ এর সভাপতি মোস্তাক আহমেদ বলেন, ‘আমাদের ক্যাম্পগুলোকে অবৈধ বলে ভেঙে দেওয়া হচ্ছে। ক্যাম্প উচ্ছেদ না করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের আগামী ২ মে পর্যন্ত অপেক্ষার আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ। তারা আপিল বিভাগের আদেশ মানতেও রাজি না। ম্যাজিস্ট্রেট আদেশের কপি দেখতে চাননি। আমরা আদালতের আদেশের মর্যাদা রক্ষার চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘যেখানেই ক্যাম্প উচ্ছেদ হবে সেখানেই প্রতিরোধ হবে। ডিএনসিসি আদালত অবমাননা করবে আর আমরা চুপচাপ মেনে নেব তা কিন্তু হবে না।’

তিনি আরও বলেন, ‘গতকাল যখন উচ্ছেদ অভিযান শুরু হয় তখন আমরা ম্যাজিস্ট্রেটকে আদালতের আদেশ দেখাতে চেয়েছিলাম। তিনি আদেশের কপি ছুঁড়ে ফেলে দিয়েছেন। একবার দেখার প্রয়োজনও মনে করেননি।’

ডিএনসিসি আদালত অবমাননা করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করব।’

উচ্ছেদ অভিযান চালালেও বিহারীরা দখল ছাড়বে না দাবি করে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু বলেন, ‘যেহেতু ডিএনসিসি আদালতের আদেশ না মেনে আমাদের ঘর-বাড়ি ভাঙচুর করেছে, তাই আমরা এ দখল ছাড়ব না। এখন পর্যন্ত আমাদের ক্যাম্পের প্রায় ৩০০ বাড়ি ও সাড়ে চারশো দোকান ভেঙে ফেলেছে ডিএনসিসি।’

মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সভাপতি মোস্তাক আহমেদ, উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু,  এসপিজিআরসি মিরপুরের সভাপতি আলি মোহাম্মদ, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সাধারণ সম্পাদক মো. হেলাল, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার প্রমুখ।

মিরপুর নিউ সোসাইটি ক্যাম্পের বাসিন্দা ইমরান খান জানান, এখানে উচ্ছেদ অভিযান চলছে রাস্তা বড় করার জন্য। কিন্তু, রাস্তার জন্য যতটুকু জায়গা দরকার তার চেয়ে বেশি ভাঙচুর চালাচ্ছে ডিএনসিসি।

‘এখানে উচ্ছেদের জন্য যুবলীগ, ছাত্রলীগ এসে হুমকি দিচ্ছে। তারা আমাদের কয়েকজনকে মারধোরও করেছে,’ অভিযোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

4h ago