রাত সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ১০টা থেকে পাটুরিয়া -দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া -দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় চার শতাধিক পণ্যবাহী ট্রাকসহ ৭০০র বেশি যানবাহন আটকা পড়েছে। ২৪ জানুয়ারি ২০২১। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ১০টা থেকে পাটুরিয়া -দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘গতরাতে পদ্মা নদীতে কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে গিয়েছে। দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’

‘এখনও ফেরি চলাচল বন্ধ রয়েছে’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় চার শতাধিক পণ্যবাহী ট্রাকসহ সাত শতাধিক যানবাহন আটকা পড়েছে।’

একই অবস্থা রাজবাড়ি জেলার দৌলতদিয়া ঘাটেরও বিরাজ করছে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

Comments