মুন্সিগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— ঢাকার জিগাতলা এলাকার বাসিন্দা মো. নাহিদ উল্লাহ (২৬) ও মহিউদ্দিন পলাশ (২৭)। 

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ উদ্দিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক আল-আমিনকে আটক করেছি আমরা। তবে তার সহকারী (হেলপার) পালিয়ে গেছে। মরদেহ এখনো আমাদের হেফাজতে রয়েছে।’

নিহত নাহিদের বড় ভাই সালাহ উদ্দিন খোকা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নাহিদ মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটি যাবে বলে নাহিদ বাসা থেকে বের হয়েছিল। তিনটি মোটরসাইকেলে তারা ছয় জন রাঙ্গামাটি যাছিল।’

Comments

The Daily Star  | English

NCC ex-mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

22m ago