মাঠে না থাকলেও রিয়ালের খেলোয়াড়দের মানসিকতায় খুশি জিদান

real madrid alaves
ছবি: টুইটার

করোনাভাইরাসে আক্রান্ত রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান আলাভেসের বিপক্ষে দলটির ম্যাচে ডাগআউটে ছিলেন না। তার পরিবর্তে দাভিদ বেত্তোনি সামলান দায়িত্ব। বড় জয়ের পর রিয়ালের এই সহকারী কোচের কাছে শিষ্যদের পারফরম্যান্স নিয়ে প্রতিক্রিয়া জানান জিদান।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় আলাভেসকে তাদের মাঠেই ৪-১ গোলে হারায় রিয়াল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ পর জয়ে ফেরে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। স্বস্তি ফেরানো জয়ে জোড়া গোল করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। জালের দেখা পান বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড আর ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও। স্বাগতিকদের পক্ষে একটি গোল শোধ দেন হোসেলু।

সশরীরে না থাকলেও বাড়িতে বসে রিয়ালের খেলা দেখেন জিদান। তার সঙ্গে কথোপকথনের সারাংশ ম্যাচ শেষে গণমাধ্যমকে জানান বেত্তোনি, ‘খেলার ধরন এবং খেলোয়াড়দের মানসিকতা নিয়ে তিনি (জিদান) খুবই খুশি। তিনি আমাকে বলেছেন খেলোয়াড়দের অভিনন্দন জানাতে। যেটা তিনি নিজেই মাঠে থাকলে করতেন। খুব বিশেষ কিছু হয়তো নয়। তবে আমরা তিন পয়েন্ট নিয়ে খুশি।’

ছবি: এএফপি

নিজে লক্ষ্যভেদ করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন হ্যাজার্ড। তার এই নৈপুণ্য নিয়ে বেত্তোনি বলেন, ‘সে সৃজনশীল ও স্বতঃস্ফূর্ত। গত দেড় বছরের বেশি সময় তার কঠিন কেটেছে। আমাদের তার ব্যাপারে আরও ধৈর্যশীল হতে হবে। রিয়ালের মতো একটা ক্লাবের পক্ষে এটা করা কঠিন। তবে আমরা তাকে নিয়ে খুশি। আমি মনে করি, প্রতি ম্যাচের সঙ্গে সঙ্গে সে আরও উন্নতি করবে।’

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। দুই ম্যাচ কম খেলা দিয়েগো সিমিওনের দলের সংগ্রহ ৪৪ পয়েন্ট।

তিনে উঠে আসা সেভিয়ার অর্জন ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩৪ পয়েন্ট নিয়ে নেমে গেছে চারে। দুই ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে পঞ্চম স্থানে।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

10h ago