আগামীকাল আসছে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন

ছবি: এএফপি

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ভ্যাকসিনের প্রথম চালান আগামীকাল দেশে পৌঁছাবে। আজ রোববার দুপুরে বেক্সিমকো গ্রুপের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামীকাল দুপুর দেড়টা নাগাদ ভারতের পুনে থেকে একটি বিশেষ উড়োজাহাজে অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।’

সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা ‘কোভিশিল্ড’ নামে উৎপাদন করছে।

Comments

The Daily Star  | English

New polls timing: BNP upbeat, process irks Jamaat, NCP

The interim government’s revised election timeline with certain conditions has stirred cautious optimism as well as raised questions among  political parties.

9h ago