ভারত-অস্ট্রেলিয়া সিরিজের উইকেট ‘উচ্চ মানসম্পন্ন’, আইসিসির পর্যবেক্ষণ

ভালো উইকেট হওয়ায় সমান শক্তির দুইদল থেকে কোটি কোটি দর্শক দেখতে পেরেছেন সেরা মানের ক্রিকেট।
india australia
ছবি: টুইটার

এ যাবতকালের সবচেয়ে জম্পেশ ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের উইকেটগুলো পেয়েছে সেরা মানের স্বীকৃতি। ভারতের অস্ট্রেলিয়া সফরের চার টেস্টের পিচকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বলছে গড় মানের চেয়েও অনেক উন্নতি ছিল এসব বাইশগজ।

অ্যাডিলেডে দিবারাত্রির প্রথম টেস্টে ভারত গুটিয়ে গিয়েছিল মাত্র ৩৬ রানে। তবে এতে উইকেটের কোন দায় নেই। অ্যাডিলেডের উইকেটকেও আইসিসি বলছে ‘খুব ভালো’। সিরিজে ওই এক টেস্টই হেরেছিল ভারত। ছুটি আর চোট মিলিয়ে বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটারকে ছাড়াই বাকি তিন টেস্ট খেলতে হয় ভারতকে।

তবে বিপর্যস্ত পরিস্থিতিতেও দারুণ ঘুরে দাঁড়ানোর গল্প লেখে ভারত। মেলবোর্নে জেতার পর অসাধারণ প্রতিরোধ গড়ে সিডনিতে করে ড্র। আর ব্রিসবেনে শেষ টেস্টে অবিশ্বাস্য এক জয় তুলে সিরিজ জেতে আজিঙ্কা রাহানেরা।

পুরো সিরিজেই দুই দলের লড়াই হয়েছে তুমুল। স্বাভাবিকভাবেই অজিদের ডেরায় দাপট ছিল পেসারদের। তবে ভারতের স্পিনাররাও দেখিয়েছেন দারুণ মুন্সিয়ানা।

পুরো সিরিজে দুই দল মিলে রান করেছে ৩৯০০। উইকেট পড়েছে ১৩০টি। ব্যাটসম্যান ও বোলারদের সমান সুযোগ ছিল তৈরি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান আর্ল এডিংস জানান সবসময়ই সেরা পিচ তৈরির চেষ্টা থাকে তাদের, ‘আমরা বরাবরই দারুণ উইকেট বানাতে চাই যেখানে অসাধারণ খেলা পাওয়া যাবে।’

উইকেট নিয়ে দুই দলের ক্রিকেটারই ছিলেন সন্তুষ্ট। ভালো উইকেট হওয়ায় সমান শক্তির দুইদল থেকে কোটি কোটি দর্শক দেখতে পেরেছেন সেরা মানের ক্রিকেট।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago