১৫ তুর্কি নাবিককে অপহরণ করেছে নাইজেরিয়ান জলদস্যুরা
গিনি উপসাগরে তুরস্কের কন্টেইনারবাহী জাহাজে গতকাল শনিবার হামলা চালিয়ে ১৫ নাবিককে অপহরণ করেছে নাইজেরীয় উপকূলের জলদস্যুরা।
এসময় আজারবাইজানের এক নাবিক নিহত হন। অপহৃতরা সবাই তুর্কি নাগরিক বলে দেশটির সরকার ও নাবিকদের তালিকার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
নাবিকদের পরিবার ও নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, অস্ত্রধারী জলদস্যুরা প্রথমে জাহাজে চড়ে এবং পরে বিস্ফোরণ ঘটিয়ে এর নিরাপত্তা বলয় ভেদ করে ভেতরে প্রবেশ করে।
লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজটি লাগোস থেকে কেপটাউনে যাচ্ছিল। আক্রান্তের সময় জাহাজটি সাও টোম দ্বীপ থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের কার্যালয় জানায়, অপহৃত নাবিকদের উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
হামলার পর জাহাজে অবস্থানকারী চতুর্থ ক্যাপ্টেন ফুরকান ইয়ারেনের সঙ্গে দুবার ফোনে কথা বলেছেন এরদোয়ান।
Comments