গাজীপুরে ৬ ইটভাটাকে ৩২ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৬টি ইটভাটা কর্তৃপক্ষকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৩২ লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।
ইটভাটাগুলো ভেঙে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৬টি ইটভাটা কর্তৃপক্ষকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৩২ লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।

আজ রোববার পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পরিবেশ আইন অমান্য করে ইটভাটা মালিকেরা কারখানা স্থাপন ও পরিচালনা করে আসছে। এ তথ্য নিয়ে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া যায়।

ইটভাটাগুলো হলো- বড়ইবাড়ী এলাকার ন্যাশনাল ব্রিকস-১ ও ২, গোয়ালবাথান এলাকার জে বি বি ব্রিকস, দরবাড়িয়া এলাকার মেসার্স রায়মা ম্যানুফ্যাকচারিং ব্রিকস, স্ট্রং ব্রিকস ও মেসার্স ন্যাশনাল ব্রিকস। জরিমানা আদায় ছাড়াও এগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, র‌্যাব ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

43m ago