খুলনায় সড়ক সম্প্রসারণের জন্য ৭০টিরও বেশি স্থাপনা উচ্ছেদ
খুলনা নগরীর শেরেবাংলা রোডের সম্প্রসারণ কাজের জন্য ৭০টিরও বেশি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ।
আজ রোববার সড়ক বিভাগের সহকারী সিনিয়র সচিব এবং স্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ৭০টিরও বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আগামীকাল থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’
অনিন্দিতা রায় বলেন, ‘মোট ২২৬টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে, যা পর্যায়ক্রমে ভাঙা হবে।’
আজ উচ্ছেদ অভিযানে কর্তৃপক্ষকে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। কোথাও কোথাও প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হয়েছে তাদের।
শেরেবাংলা রোডের বাসিন্দা জাহানারা বেগমের অভিযোগ, তাদের পরিবার ৪০ বছর ধরে পৈত্রিক বাড়িতে বসবাস করছে। সে বাড়ি কী করে রাস্তার জায়গায় হয়, তা তিনি বুঝতে পারছেন না।
জাহানারা বেগম পরিবার ও প্রতিবেশীদের নিয়ে কর্তৃপক্ষকে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও পুলিশের বাধার মুখে তারা উচ্ছেদ ঠেকাতে পারেননি। এসময় জাহানারা বেগমকে বুক চাপড়ে কান্না করতে দেখা যায়।
সকাল ১০টায় শুরু হওয়া উচ্ছেদ অভিযান চলে বেলা ৪টা পর্যন্ত।
আনুষ্ঠানিকভাবে গত ১৭ অক্টোবর এই সড়ক সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়। পরে গত ১৭ জানুয়ারি প্রথম দফায় ৬০টির মত স্থাপনা উচ্ছেদ করে সড়ক বিভাগ।
স্থানীয়রা জানান, জিরোপয়েন্ট থেকে গল্লামারী সড়ক দিয়ে প্রতিদিন ১৪ হাজার যানবাহন চলাচল করে।
খুলনা নগরীর শেরেবাংলা সড়ক চার লেন প্রকল্পের। নগরীর বঙ্গবন্ধু চত্বর (ময়লাপোতা মোড়) থেকে গল্লামারী হয়ে জিরোপয়েন্ট পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করতে কাজ করছে খুলনা সড়ক বিভাগ। মোট প্রকল্প ব্যয় ১০০ কোটি টাকা।
এর মধ্যে, সড়ক সম্প্রসারণে ৮০ কোটি ৭৮ লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে মাহাবুব ব্রাদার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে।
Comments