সংসদে সংশোধিত ট্রাভেল এজেন্সি বিল পাস

জাতীয় সংসদের অধিবেশনের ফাইল ছবি

আইন লঙ্ঘনে সংশ্লিষ্টদের শাস্তি নিশ্চিত করে ‘বাংলাদেশ ট্র্যাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০২০’ পাস হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদে বিলটি পাস হয়।

প্রস্তাবিত আইনটি লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি হিসেবে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সংশোধিত বিলটি সংসদে প্রস্তাব করলে কণ্ঠভোটে সেটি পাস হয়।

নতুন বিলটির একটি ধারায় বলা হয়েছে, ট্র্যাভেল এজেন্সিগুলো মেয়াদ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় নিবন্ধনের আবেদন করতে না পারলে পরবর্তী ছয় মাসের মধ্যে জরিমানা দিয়ে আবেদন করতে পারবে। এ ছাড়াও, তারা দেশে-বিদেশে শাখা অফিস খুলতে পারবে এবং মালিকানা হস্তান্তর করতে পারবে।

সেখানে আরও বলা হয়েছে, কোনো ট্রাভেল এজেন্সি যদি রিক্রুটিং এজেন্সি হিসেবে কাজ করে, তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এজন্য তাদেরকে জরিমানা করা হবে। যদি কোনো ট্রাভেল এজেন্সি ভিসা অথবা রিক্রুটমেন্ট নিয়ে কাজ করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে আলাদা লাইসেন্স নিয়ে এ কাজ করতে হবে।

Comments

The Daily Star  | English

Iran says it will not violate ceasefire deal unless Israel does

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago