ভারতে মডার্নার ভ্যাকসিন আনার আলোচনায় টাটা
ভারতে মডার্নার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন উৎপাদন করতে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা করছে টাটা গ্রুপ।
দ্য ইকোনমিকস টাইমস’র বরাত দিয়ে আজ সোমবার এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভারতে মডার্নার ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার চেষ্টা করছে টাটা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিকস।
তবে এ বিষয়ে মডার্না বা টাটা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিকস গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদন মতে, ফাইজারের উৎপাদিত ভ্যাকসিন সংরক্ষণের জন্য মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হলেও মডার্নার ভ্যাকসিন সংরক্ষণ করা যাবে সাধারণ রেফ্রিজারেটরেই।
গত নভেম্বরের ডাটা অনুযায়ী কোনো বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া মডার্নার ভ্যাকসিন ৯৪ দশমিক ১০ শতাংশ কার্যকর। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপে এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
Comments