জাল ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা, শাহজালালে ভারতীয় নাগরিক আটক
জাল ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ভারতের এক নাগরিক।
গতকাল সন্ধ্যায় তাকে আটক করা হয়। শক্তিভেল (২৬) নামের ওই ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা। তার বাবার নাম রবী রাজ।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, তিনি জাল ভিসা নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় চেক-ইন কর্মকর্তারা যুক্তরাজ্যের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং দূতাবাসের ইমিগ্রেশন লিয়াজোঁ কর্মকর্তা এসে ভিসাটি জাল হিসেবে চিহ্নিত করেন এবং সেটিতে ক্রস মার্ক বসিয়ে দেন।
শক্তিভেলকে তল্লাশি করে পাসপোর্টসহ কিছু ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র পাওয়া গেছে।
এপিবিএন কর্মকর্তা জানান, তিনি চেন্নাইয়ের ডেভিড নামের এক দালালের কাছ থেকে যুক্তরাজ্যের জাল ভিসা সংগ্রহ করেন এবং গত ২০ জানুয়ারি বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন।
আজ সোমবার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বিমানবন্দর এপিবিএনের উপ-পরিদর্শক মীর ফেরদৌস ওয়াহিদ।
Comments