খেলা

মেসিকে পিএসজিতে দেখছেন তার আর্জেন্টাইন সতীর্থ

এই মৌসুমেই মেসির সঙ্গে চুক্তি শেষ হবে বার্সার। এরপর কোন জটিলতা ছাড়াই তিনি বেছে নিতে পারবেন যেকোনো ক্লাবে খেলার সিদ্ধান্ত। মেসি কোথায় যাবেন, তা নিয়ে অনেক জল্পনা চলছে
messi
ছবি: রয়টার্স

নানা নাটকের পর আগের মৌসুমে যেতে না পারলেও চলতি মৌসুম শেষেই লিওনেল মেসির বার্সেলোনা অধ্যায়ের শেষ দেখছেন অনেকে। এই ফুটবল মহাতারকাকে পেতে স্বাভাবিকভাবেই আগ্রহী বড় ক্লাবগুলো। মেসির আর্জেন্টাইন সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসের মনে করেন সেই দৌড়ে এগিয়ে আছে তাদেরর ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

এই মৌসুমেই মেসির সঙ্গে চুক্তি শেষ হবে বার্সার। এরপর কোন জটিলতা ছাড়াই তিনি বেছে নিতে পারবেন যেকোনো ক্লাবে খেলার সিদ্ধান্ত। মেসি কোথায় যাবেন, তা নিয়ে অনেক জল্পনা চলছে। সেই তালিকায় সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটি ও পিএসজির নাম।

সিটিতে আছেন মেসির প্রিয় গুরু পেল গার্দিওলা। আর টমাস টুখেলকে বরখাস্ত করার পর আর্জেন্টাইন মাওরিউ পচেত্তিনোকে নিয়োগ দিয়েছে পিএসজি। যার সঙ্গে মেসির ভালো বোঝাপড়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

মেসির প্রতি আগ্রহ কেবল নয় তাকে দলে নিতে এরমধ্যে চেষ্টা শুরু করেছে বলেও জানালেন দলটির আর্জেন্টাইন তারকা পারদেস ,  ‘মেসি পিএসজিতে আসবে কিনা সেটা কেবল তার সিদ্ধান্ত। কিন্তু পিএসজি তাকে দলে আনার সব রকম চেষ্টা করছে।’

এই তারকা পিএসজিতে চেনা আবহ পাওয়ার জন্য রোমাঞ্চিত, ‘ক্লাবে নিজ দেশের কোচ পাওয়া আর মেসির মতো খেলোয়াড় একসঙ্গে পাওয়া হবে দুর্দান্ত কিছু। আশা করি এটাই হবে।’

পিএসজিতে এলে মেসি পাবেন আরেক স্বদেশী বন্ধ আনহেল দি মারিয়াকেও। পাবেন বন্ধু নেইমারকেও। বার্সেলোনায় যার সঙ্গে খেলে দারুণ অভ্যস্ততা গড়ে উঠেছিল তার। শেষ পর্যন্ত মেসি কি সিদ্ধান্ত নেন সেদিকেই আগ্রহভরে তাকিয়ে ফুটবল দুনিয়া।

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago