খেলাপি ঋণ এক বছরে কমেছে ১৭ হাজার ৭৩৭ কোটি টাকা: অর্থমন্ত্রী

আ হ ম মোস্তফা কামাল। ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানিয়েছেন, ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে খেলাপি ঋণের পরিমাণ কমেছে ১৭ হাজার ৭৩৭ কোটি টাকা।

আজ সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক নিয়মকানুন শিথিল করায় ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৪০ দশমিক ৪৭ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ কমাতে এ সংক্রান্ত বেশ কিছু নীতিমালা শিথিল করেছে।'

২০১৯ সালে খেলাপিদের জন্য দুই শতাংশ ডাউন পেমেন্ট দেওয়ার মাধ্যমে শ্রেণিকৃত ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া হয়। এতে ব্যাংকের শ্রেণিকৃত ঋণের পরিমাণ কমে আসে।

তিনি বলেন, 'করোনাভাইরাস মহামারির কারণে উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক গত বছর বিদ্যমান ঋণের শ্রেণিমান পরিবর্তন স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল।'

১০০ কোটি টাকার উপরে খেলাপি ঋণ থাকা ঋণ গ্রহীতাদের কাছ থেকে টাকা আদায়ে ব্যাংকগুলোকে মনিটরিং সেলও গঠন করতে বলা হয়েছে, তিনি জানান।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

10m ago