ল্যাম্পার্ডকে বরখাস্ত করল চেলসি

 Frank Lampard
ছবি: রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগে দলের চরম খারাপ পারফরম্যান্সের জেরে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করেছে ফুটবল ক্লাব চেলসি। তার জায়গায় পিএসজি থেকে কদিন আগে বরখাস্ত হওয়া কোচ টমাস টুখেলকে নিয়োগ দিতে যাচ্ছে তারা।

নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। বিবৃতিতে দলের কর্ণধার রোমান অ্যাব্রাহোমোভিচ জানান কঠিন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা, ‘ক্লাবের জন্য এটা কঠিন সিদ্ধান্ত। কারণ আমার সঙ্গে ফ্যাঙ্কের দারুণ ব্যক্তিগত সম্পর্ক আছে। আমি তাকে সম্মান করি।’

‘সর্বোচ্চ সততা নিয়ে কাজ করা লোক সে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই বদলটা দরকার হয়ে পড়ছিল। ক্লাবের পক্ষ থেকে আমরা ফ্র্যাঙ্কের প্রতি শুভকামনা জানাচ্ছি।’

খেলোয়াড়ি জীবনে চেলসির হয়েই ক্যারিয়ার জুড়ে খেলেছেন ল্যাম্পার্ড। হয়ে গিয়েছিলেন চেলসির আত্মাজন। চেলসি আর ল্যাম্পার্ড হয়ে গিয়েছিলেন অভিন্ন সত্তা।  গত ১৮ মাস থেকে দলটির কোচের দায়িত্ব পালন করে আসছেন তিনি। কিন্তু ধরা দেয়নি সাফল্য। বরং গত আট ম্যাচের পাঁচটিতেই তার অধীনে হেরেছে দল।

ইপিএলের এবারের মৌসুমে পয়েন্ট টেবিলে চেলসির অবস্থায় নয় নম্বরে। ১৯ ম্যাচ খেলে মাত্র ৮টি জিততে পেরেছে তারা। হেরেছে ৬ ম্যাচ আর ড্র করেছে আরও পাঁচ ম্যাচে। এমন ব্যর্থতায় ল্যাম্পার্ডকেও তাই সম্পর্ক ছিন্ন করতে হলো তার প্রিয় চেলসির সঙ্গে।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

13h ago