শীর্ষ খবর

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ ঘোষণা করা হয়েছে। এ বছর মোট ১০ জন পাচ্ছেন এই পুরস্কার।
পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ ঘোষণা করা হয়েছে। এ বছর মোট ১০ জন পাচ্ছেন এই পুরস্কার।

আজ সোমবার বিকেল ৪টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে হাবীবুল্লাহ সিরাজী বলেন, আশাকরছি আগামী মার্চে আমরা বইমেলা করতে পারব। বইমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চুয়ালি এই পুরস্কার প্রদান করবেন।

২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত অন্যরা হলেন- কবিতায় মুহাম্মদ সামাদ ও কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধে-গবেষণায় বেগম আখতার কামাল, অনুবাদে সুরশেরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার, ফোকলোরে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

5h ago