টেস্টে সিরিজের আগে ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় সাকিব

ছবি: ফিরোজ আহমেদ

ক্যারিবিয়ানদের ইনিংসের ৩০তম ওভারের কথা। বল করতে এসে কুঁচকিতে টান লাগায় অস্বস্তি অনুভব করেন সাকিব। এক পর্যায়ে ব্যথায় মুখ বিকৃত করে ফেলেন। পরে প্রাথমিক শুশ্রূষা নিয়েও মাঠে থাকতে পারেননি। আর নিজের এ ইনজুরি ভালো ঠেকছে না সাকিবেরও। তাই টেস্ট সিরিজ নিয়ে দুশ্চিন্তা থাকছেই।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন উইন্ডিজকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ফলে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল টাইগাররা। তাতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে নিজেদের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে তাদের। কিন্তু এমন দিনে সাকিবের ইনজুরি বড় দুশ্চিন্তায় ফেলেছে টাইগারদের।

নিষেধাজ্ঞার কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন সাকিব। এরপরও ফিরেই দলের জয়ের মূলনায়ক তিনি। ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় তিনি। তাকে না পাওয়া টেস্ট সিরিজে বিশাল ধাক্কা টাইগারদের জন্য। কারণ দ্বিতীয় সারির উইন্ডিজ দল হলেও দেশসেরা এ খেলোয়াড়কে না পেলে কিছুটা হলেও ভুগতে হবে টাইগারদের।

কিন্তু আশার বানী শোনাতে পারেননি সাকিব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, 'এ মুহূর্তে আমার কুঁচকিতে ভালো অনুভব করছি না। আমাকে দেখতে হবে আগামী সকালে ওঠার পর কেমন অনুভব করি।'

সাকিবের ইনজুরির অবস্থা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু বলতে পারেননি বিসিবি চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরীও, 'সাকিবের কুঁচকিতে টান লেগেছে। পর্যবেক্ষণের পর জানা যাবে সাকিবের ইনজুরির কতোটা গুরুতর। তখনই বলা যাবে সাকিব টেস্ট সিরিজ খেলতে পারবেন কি-না।'

এদিন নিজের পঞ্চম ওভারের চতুর্থ বল করার পর পঞ্চম বলটি করার প্রস্তুতি নেওয়ার সময় বড় পদক্ষেপ নিতে গিয়ে কুঁচকিতে টান অনুভব করেন সাকিব। সঙ্গে সঙ্গেই পা চেপে ধরে মুখ বিকৃত করে ফেলেন তিনি। এরপরও বলটি করেন সাকিব। কিন্তু এরপর আর পেরে ওঠেননি। ফিজিও মাঠে আসার পর প্রাথমিক চিকিৎসা নিলেও মাঠে থাকা সম্ভব হয়নি। পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এ তারকা।

শেষ করতে না পারা সাকিবের ওভারের শেষ বলটি পরে করে দেন সৌম্য সরকার। এর আগে ব্যাট হাতে এদিন চেনা ছন্দের ইঙ্গিত দিচ্ছিলেন সাকিব। তুলে নিয়েছিলেন ফিফটি। যদিও এ রান করতে অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে। নিজের স্বভাববিরুদ্ধ ব্যাট করে ৮১ বলে করেন ৫১ রান। বাউন্ডারি ছিল মাত্র ৩টি। কিন্তু টেস্ট সিরিজের আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস ঠিকই পেয়েছিলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত এ ইনজুরি শঙ্কায় ফেলে দিয়েছে তাকে।

Comments

The Daily Star  | English

Consensus reached to establish permanent HC benches in divisional level: Ali Riaz

Broad agreement among parties regarding decentralisation of the judiciary, he said

2h ago