এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

স্টার ফাইল ফটো

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২০২১ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে।

আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এ দিকে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন থেকে চার মাসে প্রস্তুতি নেওয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

আজ রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ১৫৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে শিক্ষার্থীরা তিন-চার মাস প্রস্তুতির সুযোগ পাবেন।’

অটো পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনে আপনারা যেভাবে আন্দোলন করছেন, এতে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সব রকমের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষার ব্যবস্থা করা হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে ডা. দীপু মনি বলেন, ‘২০২০ সালে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। কিন্তু, তখন সংক্রমণের হার বেশি থাকায় সরকার তাদের নিরাপত্তার কথা ভেবে অটো পাসের চিন্তা করে। কিন্তু, ২০২১ সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন।’ 

‘তারা তেমন প্রস্তুতি নিতে পারেনি। সুতরাং, তাদের অটো পাস দেওয়া সম্ভব নয়। সংক্রমণের হারও আস্তে আস্তে কমে যাচ্ছে,’ বলেন তিনি।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago