কৃষক বিদ্রোহ: ৩৬ শর্তে ট্রাক্টর র‌্যালির অনুমতি

ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র‌্যালি নিয়ে অবশেষে ঐক্যমত্যে এসেছে দিল্লি পুলিশ এবং কৃষক ইউনিয়ন।
দিল্লির সীমান্তে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন। ছবি: রয়টার্স

ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র‌্যালি নিয়ে অবশেষে ঐক্যমত্যে পৌঁছেছে দিল্লি পুলিশ এবং কৃষক ইউনিয়ন।

আজ সোমবার উভয় পক্ষ রুট, মানুষের সংখ্যা এবং অন্যান্য আইনশৃঙ্খলার বিষয়ে ৩৬টি বিষয়ে একমত হয়েছে।

ওই ৩৬ শর্তের বিনিময়ে কৃষকরা ট্রাক্টর র‌্যালি করতে পারবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে

ইন্ডিয়া টুডে জানায়, উভয় পক্ষ একমত হওয়ার পরে দিল্লি পুলিশ আনুষ্ঠানিকভাবে ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর র‌্যালিতে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) জারি করেছে।

এনওসি অনুসারে, যদি বিক্ষোভকারীরা ৩৬টি শর্তের একটিও লঙ্ঘন করে, তাহলে এই র‌্যালির জন্য দিল্লি পুলিশের সম্মতি স্থগিত করা হবে।

চূড়ান্ত শর্ত অনুযায়ী, প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে কৃষকদের র‌্যালিতে অংশ নিতে পাঁচ হাজার ট্রাক্টর এবং পাঁচ হাজার মানুষকে অনুমতি দেওয়া হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, প্রজাতন্ত্র দিবসের উদযাপন শেষ হলে কৃষকদের প্রস্তাবিত ট্রাক্টর র‌্যালি শুরু হবে। র‌্যালির জন্য সময় থাকবে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। থাকবে।

ট্রাক্টর র‌্যালির জন্য দিল্লি পুলিশের দেওয়া শর্তের মধ্যে আছে- অ্যাম্বুলেন্স এবং জরুরি যানবাহনের এক লেন ছেড়ে দেওয়া, অ্যালকোহল বা নিষিদ্ধ পদার্থ ব্যবহার না করা, ট্রাক্টরের সঙ্গে স্ট্যান্ট বা কোনো অস্ত্র না রাখা ইত্যাদি।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English
  July massacre victims

Dubious cases are an injustice to July massacre victims

Legal experts opined that there should be a judicial investigation into these cases.

8h ago