সাকিবের প্রশ্ন: ভেতরের কথা বাইরে আসে কীভাবে

আগামী মার্চেই নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, এ সিরিজে খেলতে যাচ্ছেন না দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু কীভাবে এ খবর বাইরে এলো এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এ অলরাউন্ডার।
ছবি: ফিরোজ আহমেদ

আগামী মার্চেই নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, এ সিরিজে খেলতে যাচ্ছেন না দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু কীভাবে এ খবর বাইরে এলো এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এ অলরাউন্ডার।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইন্ডিজকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করে বাংলাদেশ। এমন জয়ের পরও স্বস্তিতে নেই সাকিব। এদিন কুঁচকির ইনজুরিতে পড়েছেন এ তারকা। তাই আসন্ন টেস্ট সিরিজ রয়েছে শঙ্কা। পাশাপাশি নিউজিল্যান্ড সিরিজে তার না যাওয়ার ব্যাপার বাইরে আসাতেও বিরক্ত তিনি।

সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড সিরিজে যাচ্ছেন কি-না জানতে চাইলে সাকিব বলেন, 'দেখুন এ বিষয়টা নিয়ে টেস্ট সিরিজের পরেই ভালোভাবে ধারণা করা যাবে। এগুলো আসলে ভেতরের কথা, বাইরে কীভাবে এতো আসে সেটাও আমি জানি না। এগুলো আসলে টিম ম্যানেজমেন্ট এবং আমার যখন একান্ত কথা হবে, তখনই বোঝা যাবে।'

বেশ কিছু দিন আগে সামাজিক মাধ্যমে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন সাকিব। সে ছবির সূত্র ধরে পরে জানা যায় তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন এ তারকা। জানা গেছে আগামী মার্চেই পৃথিবীর আলো দেখতে পারেন তার অনাগত সন্তান। তাই এ সময়ে স্ত্রীর পাশে থাকতে চাইতেই পারেন সাকিব। নিউজিল্যান্ড সিরিজে না যাওয়ার গুঞ্জনটা চালু তখন থেকেই।

নিষেধাজ্ঞা কাটানোর পর ঘরোয়া ক্রিকেটে খেললেও এ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয় সাকিবের। লম্বা সময় পর ফেরার পর সিরিজ সেরা এ ক্রিকেটারই। নিজের পারফরম্যান্সে অবশ্য দারুণ খুশি সাকিব, 'যেভাবে সিরিজটা গেল, খুবই খুশি। শেষ ম্যাচে পুরোটা সময় মাঠে থাকতে পারলে আরও ভাল লাগত। এটাই একটা হতাশার অংশ পুরো সিরিজে। সবমিলিয়ে ব্যাটিং-বোলিং মিলিয়ে খুশি।'

এ সিরিজে অবশ্য নিজের পছন্দের জায়গায় ব্যাট করতে পারেননি সাকিব। বিশ্বকাপে তিন নম্বরে নেমে দুর্দান্ত পারফর্ম করা এ তারকা এবার খেলেছেন চার নম্বরে। তবে দলের প্রয়োজনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন বলে জানান এ অলরাউন্ডার, 'আমি সবসময়ই বলেছি যে, সবকিছু যে আমার পছন্দমত হতে হবে সেটা নয়। গুরুত্বপূর্ণ হলো দলের প্রয়োজনে কোন কাজটা আমি করতে পারি? তো সেটা করতে পেরে আমি খুশি।'

তবে সিরিজে খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে দেখা যায়নি সাকিবকে। স্বাভাবিকভাবে আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে পছন্দ করা এ ক্রিকেটার এবার বেশ ধীর গতিতে ব্যাট করেছেন। কিন্তু নিজের কাছে অস্বাভাবিক কিছু মনে হয়নি সাকিবের, '(ব্যাটিং কম ছন্দ থাকা) আমার কাছে মনে হয়নি। আমি যেভাবে ব্যাটিং করি সেভাবেই করতে পেরেছি। খুব একটা নিজের কাছে কষ্ট মনে হয়নি। হ্যাঁ প্রতিটা জিনিসেই কষ্ট আছে। প্রতিদিন রান করা কঠিন, ধারাবাহিক খেলাও সহজ নয়। দুইটা ম্যাচ খুব ভালো ব্যাটিং করেছি। সেদিক থেকে আমি খুব খুশি।'

তবে নিউজিল্যান্ড সিরিজে তার যাওয়া নিয়ে যতই অনিশ্চয়তার কথা শোনা যাক, সাকিব এ সিরিজে প্রাপ্ত আত্মবিশ্বাস সেখানে কাজে লাগানোর কথাই বললেন, ''এতদিন পর যখন কোনো সিরিজ খেলা হয় এবং ভালোভাবে জেতা হয় তখন সবার মধ্যেই অন্যরকম আত্মবিশ্বাস তৈরি করে দেয়। আমার কাছে মনে হয়, নিউজিল্যান্ডে এই পারফরম্যান্সগুলো অনেক সাহায্য করবে। যদিও নিউজিল্যান্ড আমাদের জন্য অনেক কঠিন জায়গা। তবু এ পারফরম্যান্সগুলো আমাদের অনেক সাহায্য করবে ভালো করতে।'

Comments