ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেও অতৃপ্ত তামিম
উইন্ডিজ সিরিজে টাইগারদের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। প্রথমবারের মতো ঘরের মাঠে তাদের হোয়াইটওয়াশ করতে পেরেছে বাংলাদেশ। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের জন্য এ সিরিজ থেকে পূর্ণ পয়েন্ট আদায়ও করে নিয়েছে দলটি। কিন্তু তারপরও পূর্ণ তৃপ্ত নন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল খান।
বাংলাদেশ সফরে এবার নিজেদের সেরা দলটি আনতে পারেনি উইন্ডিজ। প্রায় আনকোরা একটি দল নিয়ে আসে তারা। সেই দলটির বিপক্ষে আরও বড় জয় প্রত্যাশা করেছিলেন তামিম। এছাড়া ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সেও আরও ভালো কিছু দেখতে চেয়েছিলেন তিনি।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতৃপ্তির কথাই শোনালেন তামিম, 'আমি আমাদের পারফরম্যান্সে ৮৫ শতাংশ খুশি। কিছু জায়গা আছে যেখানে আমাদের আরও উন্নতি করতে করতে হবে। আজকে আমাদের সুযোগ ছিল কোনো একজনের সেঞ্চুরি করার। আগের ম্যাচগুলোতে আমরা আরও কম উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিতে পারতাম। তাহলে আমি খুশি হতে পারতাম।'
পরে সংবাদ সম্মেলনেও অসন্তুষ্টি প্রকাশ করেছেন তামিম, 'আজকে একটা সুযোগ ছিলো আমাদের দুইজনের মধ্যে একজনের সেঞ্চুরি করার। এগুলো যদি হতো তাহলে পরিপূর্ণ খেলা বলতে পারতাম। আমি ৬৪ করে আউট হয়ে গেলাম, সাকিব ৫০ করে আউট হয়ে গেলো, মুশফিক দেরিতে আসায় ওর হাতে হয়তো ওতো ওভার ছিলো না। এগুলা যদি এখন আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে হবে কি, যখন আমরা বিদেশে যাবো তখন এগুলো সাহায্য করবে। আমরা সিরিজ জিতেছি এবং সহজেই জিতেছি তাই কোন অভিযোগ নেই।'
এদিন মাঠে নামার আগেই সিরিজ নিশ্চিত ছিল বাংলাদেশের। কিন্তু তারপরও শেষ ম্যাচে গা ছাড়া ভাব দেখা যায়নি টাইগারদের। আত্মতুষ্টিতেও ভুগতে দেখা যায়নি তাদের। মূলত আইসিসি বিশ্বকাপ সুপার লিগের নতুন নিয়মের কারণে শুরু থেকে শেষ পর্যন্ত বেশ সিরিয়াস ছিল টাইগাররা। আর সিরিজের পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ।
আর টাইগারদের এমন মানসিকতায় বেশ খুশি অধিনায়ক, 'যেভাবে আমরা ক্রিকেট খেলেছি খুব ভালো ছিলো। সত্যি কথা বলতে মূল যে বিষয়টি আমি লক্ষ্য করেছি, ভালো করার যে ক্ষুধাটা ড্রেসিং রুমে ছিলো তা তিন ম্যাচেই ছিলো। এমন হয়নি যে গত দুই ম্যাচ জিতে যাওয়ার পরে আজ দলের কেউ তেমন রিলাক্সে ছিলো। এমন কিছু না। আমরা জানতাম যে এখন পয়েন্ট সিস্টেম। আমাদের (বিশ্বকাপ) বাছাই পর্ব খেলতে হবে কি হবে না এটা নিয়ে একটা ইস্যু থাকে। তাই প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। সব ওয়ানডে ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। তাই যে ক্ষুধা ছিলো আমি খুব খুশি।'
Comments