ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি
ভারতে দুই বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৩৮ বাংলাদেশি।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত বছর তিনেক আগে দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিল। সেখানে বিভিন্ন অঞ্চলে বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে আদালত তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বছর করে কারাদণ্ড দিয়ে জেলে পাঠায়। সাজার মেয়াদ শেষে ভারতের কয়েকটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।’
তিনি আরও বলেন, ‘সাজার মেয়াদ শেষে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখানে থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ১৭ জনকে, মহিলা আইনজীবী সমিতি সাত জনকে এবং মানবাধিকার সংস্থা রাইটস যশোর ১৪ জনকে পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে গেছে।’
এই পুলিশ কর্মকর্তা জানান, ফেরত আসা ৩৮ জনের মধ্যে ২৮ জন কিশোরী ও ১০ জন কিশোর। তাদের প্রত্যেকের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে।
Comments