ট্রাম্পের অভিশংসনের বিচার হতেই হবে: বাইডেন
দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার প্রসঙ্গে সরাসরি মন্তব্য করলেন জো বাইডেন। এ বিষয়ে বাইডেন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ‘আমি মনে করি, এটা হতেই হবে।’
আজ মঙ্গলবার এ তথ্য জানিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল সন্ধ্যায় এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বাইডেন সিএনএন’র কাছে এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘যদি এটা (ট্রাম্পের অভিশংসন বিচার) না হয় তাহলে এর খুব বাজে প্রভাব পড়বে।’
বাইডেন সংবাদমাধ্যমটিকে আরও বলেছেন, তিনি বিশ্বাস করেন যে এমন ঘটনা ট্রাম্পের দায়িত্ব ছাড়ার ছয় মাস আগে ঘটলে এর ফলাফল ভিন্ন হতো। ‘সিনেটে দলগুলোর অবস্থান বদলেছে, তবে খুব একটা বদলায়নি,’ যোগ করেন তিনি।
বাইডেন এমন সময় এ মন্তব্য করলেন যখন সিনেটে ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন নিয়ে আলোচনা শুরু হয়েছে। দেশটির ইতিহাসে প্রেসিডেন্ট হিসেবে একমাত্র ট্রাম্পই দ্বিতীয়বারের মতো অভিশংসিত হয়েছেন।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনগুলোতে ট্রাম্পের অভিশংসন বিচার বাইডেনের জন্যে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেও সংবাদ প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমদিকে বাইডেন সাবেক প্রেসিডেন্ট সম্পর্কে কিছুটা ‘নীরব’ ছিলেন। পরে যখন ক্যাপিটল ভবনে সহিংস হামলা সম্পর্কে উদ্বেগজনক তথ্য আসতে শুরু করে তখন বাইডেনের উপদেষ্টারা এ বিষয়ে তাকে সক্রিয় ভূমিকা পালন করার পরামর্শ দেন।
চলতি মাসের শুরুতে বাইডেন বলেছিলেন, ‘পুরো জাতি প্রাণঘাতি ভাইরাসে কাবু হয়ে আছে। দেশের অর্থনৈতিক অবস্থাও ভালো না। আমি আশা করি, অভিশংসন বিষয়ে সিনেট তার সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি জাতির অন্যান্য জরুরি বিষয়গুলো নিয়ে কাজ করবে।’
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রতিবেদেন আরও বলা হয়েছে, ট্রাম্পের অভিশংসন বিচারের জন্যে সাক্ষী ডাকা হবে কি না বা এই বিচার কতদিন চলবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
আরও পড়ুন:
Comments