‘যখনই মেসি খেলে না, তখনই বার্সেলোনা জেতে’

messi red
ছবি: টুইটার

ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় বার্সেলোনাতে কাটিয়ে দলটির সমার্থকে পরিণত হওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন তারই স্বদেশি সাবেক ফুটবলার হুগো গাত্তি।

৩৩ বছর বয়সী মেসি বার্সায় খেলছেন ১৭ বছর ধরে। কাতালান ক্লাবটির হয়ে প্রায় সাড়ে ছয়শ গোল করেছেন তিনি, জিতেছেন দশটি লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩৩টি শিরোপা। তারপরও মেসির কড়া সমালোচক হিসেবে পরিচিত গাত্তি, যিনি বর্তমানে স্পেনে ক্রীড়া বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন, তিনি মনে করেন, মেসি না খেললেই বরং বার্সেলোনা জয়ের স্বাদ পায়।

কিছুদিন আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে হার মানে বার্সা। ম্যাচের অন্তিম মুহূর্তে সরাসরি লাল কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান মেসি। ইতোমধ্যে ম্যাচ দুটি মাঠে গড়িয়েছে এবং মেসিকে ছাড়াই জিতেছে দলটি।

স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদন অনুসারে, ওই ম্যাচগুলোর উদাহরণ টেনে সোমবার এল চিরিংগিতো নামক একটি টেলিভিশন অনুষ্ঠানে সাবেক গোলরক্ষক গাত্তি বলেন, ‘প্রতিবারই যখন মেসি খেলে না, তখনই বার্সেলোনা জেতে।’

নিজের মন্তব্যের ব্যাখ্যায় আর্জেন্টিনার ১৯৬৬ বিশ্বকাপের স্কোয়াডে থাকা গাত্তি যোগ করেন, ‘মেসি না খেললে বার্সা জেতে কারণ, তারা তখন নিজেদের অন্যান্য শক্তিগুলোর উপর মনোযোগী হয়। ফুটবলে পুরো ব্যাপারটাই হলো জয় পাওয়া। এর পাশাপাশি আপনি যদি ভালো খেলেন, তবে সেটা বাড়তি পাওনা।’

নিষেধাজ্ঞা কাটিয়ে ইতোমধ্যে অনুশীলনে ফিরেছেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। তবে আগামী বুধবার রাতে কোপা দেল রের ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে তিনি খেলবেন কিনা তা নিশ্চিত নয়।

Comments

The Daily Star  | English

Yunus-Tarique meeting begins

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairman to The Dorchester Hotel

27m ago