২ দল রোহিঙ্গার ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সশস্ত্র দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলির লড়াইয়ে এক রোহিঙ্গা নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩টায় পালংখালীর তানজিমারখোলা রোহিঙ্গা শিবিরে ডি/৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জাবেদ (২০) শিবিরের ডি/৪ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে।
কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) শিহাব কায়সার খান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক রোহিঙ্গা জানায়, সোমবার রাতে শিবিরে সন্ত্রাসী মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভী ইউনুসের নেতৃত্বে ১০-১২ জন অস্ত্রধারী ডি/৮ ব্লকের রাস্তা দিয়ে যাচ্ছিল। সেখানে নুরুল হাকিম ওরফে মনুইয়ার নেতৃত্বে সাত-আট জন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। তারা রাতের বেলা ঘোরাঘুরি করতে মোজাম্মেলের লোকদের নিষেধ করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে বন্দুকযুদ্ধ হয়। ওই সময় দুই দলের লড়াইয়ে রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে তাকে রোহিঙ্গা শিবিরের স্বাস্থ্য সেবা কেন্দ্র নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এপিবিএনের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনা তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
Comments