রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনের অনুমোদন দিলো ইরান

রাশিয়ার স্পুটনিক ফাইভ করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান। রাশিয়ার এ ভ্যাকসিন আমদানির পাশাপাশি উৎপাদনের পরিকল্পনাও করছে দেশটি।
ছবি: রয়টার্স

রাশিয়ার স্পুটনিক ফাইভ করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান। রাশিয়ার এ ভ্যাকসিন আমদানির পাশাপাশি উৎপাদনের পরিকল্পনাও করছে দেশটি।

আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান।

জারিফ বলেন, 'গতকাল আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষ স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের নিবন্ধন ও অনুমোদন দিয়েছে।'

'শিগগির আমরা এটি কিনতে এবং যৌথভাবে উত্পাদন শুরু করতে সক্ষম হব বলে আশা করি,' বলেন তিনি।

এ মাসের শুরুর দিকে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে ভ্যাকসিন আমদানি করতে সরকারকে নিষেধাজ্ঞা দেন।

প্রায় আট কোটি ৩০ লাখ লোকের দেশ ইরানে এ পর্যন্ত ১০ লাখ ৩৮ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫৭ হাজার ৫৬০ জন।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago