মার্চের প্রথম সপ্তাহে ঢাবির হল খুলতে প্রভোস্ট কমিটির সুপারিশ
আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনে প্রভোস্ট কমিটির সভা থেকে এ সুপারিশ করা হয়।
সভায় মার্চের প্রথম সপ্তাহের মধ্যে হলগুলোকে শিক্ষার্থীদের আবাসনের জন্য প্রস্তুত করার সুপারিশ করা হয়েছে। প্রথমে শুধু স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য হল খোলার বিষয়ে আলোচনা হয়।
উপাচার্যের সভাপতিত্বে এ সভায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের প্রাধ্যক্ষরা ছাড়াও উপ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ ও প্রক্টর এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন৷
করোনাভাইরাস মহামারির কারণে গত বছর ২০ মার্চ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধের ঘোষণা দেয় ঢাবি কর্তৃপক্ষ৷ পরে, গত জুলাইয়ে অনলাইনে ক্লাস শুরু হলেও কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
Comments