চট্টগ্রাম সিটি নির্বাচন

২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবক নিহত

বন্দর নগরী চট্টগ্রামের আসাদগঞ্জ সোবহানিয়া আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের সামনে আওয়ামী লীগ মনোনীত ও আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ২৭ জানুয়ারি ২০২১। ছবি: স্টার

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলাউদ্দিন আলো (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার সকালে বন্দর নগরীর পাহাড়তলী এলাকায় ইউসেফ টেকনিক্যাল স্কুল কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আলাউদ্দিন আলো নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে আমবাগান এলাকায় বসবাস করতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সকাল আনুমানিক ১০টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র জানিয়েছে, সকাল সোয়া ৯টার দিকে ইউসেফ টেকনিক্যাল স্কুল কেন্দ্রের সামনে প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলার সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুপক্ষের বন্দুকযুদ্ধের মাঝখানে পড়ে আলাউদ্দিন গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু করে নির্বাচন কমিশন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে।

সকালে নগরীর জামাল খান এলাকায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, মাত্র ১০ জন ভোটার ছিলেন। ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী শৈবাল দাস সুমনের অন্তত অর্ধশত সমর্থক ব্যাচ ঝুলিয়ে কেন্দ্রের সামনে অবস্থান করতে দেখা গেছে। তবে বিএনপির কোনো এজেন্ট দেখা যায়নি।

পাশের ভোট কেন্দ্র শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউটের চিত্র ছিল একই রকম। বিএনপি মনোনীত কোনো এজেন্টকে সেখানে দেখতে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিশ্বনাথ বিশ্বাস ডেইলি স্টারকে বলেন, বিএনপি’র মেয়র প্রার্থী একবার কেন্দ্রে এসেছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কেন্দ্র পরিদর্শন করেছে। সে সময় শৈবাল দাসের সমর্থকরা কেন্দ্রের সামনে জড়ো হয়ে থাকলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো ব্যবস্থা না নিয়েই চলে যান।

আসাদগঞ্জ সোবহানিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রের সামনেও আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

আরও পড়ুন:

ভোট গ্রহণ চলছে: ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ

Comments

The Daily Star  | English

Trump to decide on US action in Israel-Iran conflict within 2 weeks

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago