চট্টগ্রাম সিটি নির্বাচন

জোর করে ভোট দিয়ে দেওয়ার অভিযোগ

Shahidnagar_CTG_Election_27.jpg
চট্টগ্রামের লালখানবাজার এলাকায় শহীদনগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্রের এক পোলিং এজেন্ট জোর করে ভোট দিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন এক নারী ভোটার। ছবি: স্টার

চট্টগ্রামের লালখানবাজার এলাকায় শহীদনগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় নারী কেন্দ্রের এক পোলিং এজেন্ট জোর করে ভোট দিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন এক ভোটার।

উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার ভোটটা আমাকে দিতে দেয় নাই। একজন নারী বলে, এখানে টিক দাও। আমি বললাম এই প্রার্থীকে দিব না, তখন বলে বের হয়ে যাও। উনি বুথে আমার পাশেই ছিলেন। আমি যখন বললাম, আপনি যান আমি ভোট দেবো। তখন বলে এখানে টিক দাও।’

সাংবাদিকদের সঙ্গে ওই ভোটার কথা বলার সময় পুলিশ সদস্য ও আওয়ামী লীগের কর্মীরা বাধা দিয়ে বলেন, এটা কোনো বড় ঘটনা না।

কেন্দ্রের বাইরে আরও এক নারী অভিযোগ করেন, ‘বিএনপি বলে আমাদের বের করে দেওয়া হয়েছে। এটা অন্যায়। আমাদের ভোট দিতে দেওয়া হোক। আমাদের কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং অফিসার মো. বশির আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি এ রকম কোনো অভিযোগ পাইনি।’

একই অভিযোগ করেন শহীদনগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পুরুষ কেন্দ্রের ভোটাররা। এ বিষয়ে প্রিসাইডিং অফিসার নীহার রঞ্জন দাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি সব জায়গায় যেতে পারছি না। এ রকম হতে পারে কিন্তু আমি দেখিনি। আমার চোখে পড়লে বের করে দেবো। পুলিশ সদস্যরা আছেন, আনসার সদস্যরা আছেন, র‌্যাবের ভ্রাম্যমাণ টিম আছে। তারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করছে, আশা করি সমস্যা হবে না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন্দ্রের বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের না। প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ন্ত্রণ করবেন। এখানে নির্বাচনি পরিবেশ না থাকলে আমরা ভোটগ্রহণ বন্ধ করে দেবো। আমার মনে হয়, এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হচ্ছে।’

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

10h ago