চট্টগ্রাম সিটি নির্বাচন: ভাইয়ের হাতে ভাই খুন
বন্দরনগরী চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন চলাকালে নগরীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ চলার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহতের নাম মুন্না (২৮) বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুই ভাই দুই বিরোধী কাউন্সিলর প্রার্থীর সমর্থক ছিলেন। তবে পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে নির্বাচনী সহিংসতার কোনো সংযোগ নেই।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পশ্চিম ডিভিশনের উপ-পুলিশ কমিশনার ফারুক উল আলম দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধের কারণে কামরুল ইসলাম তার ভাই মুন্নাকে বড় কোয়ার্টার এলাকায় ছুরিকাঘাত করেছেন।’
‘এটি নির্বাচনী সহিংসতা নয়। যদিও অনেকে তা বলছেন। আমরা বিষয়টি তদন্ত করছি’, যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।
তিনি জানান, হত্যাকাণ্ডটি এমন এক জায়গায় ঘটেছে, যার আশপাশে কোনো ভোটকেন্দ্র নেই।
Comments