সোনালী যুগের সংগীত স্রষ্টা সত্য সাহা
সুর স্রষ্টা সত্য সাহার প্রয়াণ দিবস আজ। ১৯৯৯ সালের ২৭ জানুয়ারি না মৃত্যুবরণ করেন এই গুণী ব্যক্তিত্ব।
দেখতে দেখতে ২২ বছর কেটে গেছে তার সত্য সাহার প্রয়াণের। মৃত্যুর আগে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছিলেন তিনি। যেগুলো এখনো তাকে অমর করে রেখেছে।
বাংলা গানকে এগিয়ে নিতে যাদের অবদান অনেক তাদের অন্যতম এক নাম সত্য সাহা। তবে, সোনালী যুগের বরেণ্য সংগীত স্রষ্টার প্রয়াণে দিবসে কোথাও কোনো আয়োজন চোখে পড়ে না।
তার উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে আছে- নীল আকাশের নিচে আমি, চেনা চেনা লাগে তবু অচেনা, দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক, চিঠি দিও প্রতিদিন, আমার মন বলে তুমি আসবে, বন্ধু হতে চেয়ে তোমার, আকাশের হাতে আছে একরাশ নীল, তুমি কি দেখেছো কভু, ঐ দূর দূরান্তে, আমি যে আঁধারে বন্দিনী, তোমারই পরশে জীবন আমার, মাগো মা ওগো মা, অথই জলে ডুবে যদি মানিক পাওয়া যায় ইত্যাদি।
কিংবদন্তি সংগীতস্রষ্টা সত্য সাহা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ১৯৯৪ সালে আগুনের পরশমণি, ১৯৯৬ সালে অজান্তে এবং ২০০১ সালে চুড়িওয়ালা চলচ্চিত্রের জন্য। ২০১৩ সালে সংগীতে অসামান্য অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।
সুভাষ দত্ত পরিচালিত সুতরাং সিনেমার মাধ্যমে ১৯৫৫ সালে সংগীত পরিচালক হিসেবে যাত্রা শুরু হয়েছিল তার। এরপর একে একে কাগজের নৌকা, গুনাই বিবি, অপরিচিতা, বাঁশরী, চেনা-অচেনা, এতটুকু আশা, আগুনের পরশমণি, অজান্তে, চুড়িওয়ালা, মোমের আলোসহ প্রায় ৯০টি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি।
সত্য সাহা ১৯৩৪ সালের ২৫ ডিসেম্বর উত্তর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
Comments