শেখ হাসিনার গাড়িবহরে হামলা: ৩৪ আসামি কারাগারে, রায় ৪ ফেব্রুয়ারি

স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার ৩৪ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে আগামী ৪ ফেব্রুয়ারি।

আজ বুধবার আদালতে হাজির হওয়া সাবেক সংসদ হাবিবুর রহমান হাবিবসহ আসামিদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক আমল কুমার রায় জানান, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে যান শেখ হাসিনা। সেখান থেকে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা একটি যাত্রীবাহী

বাস রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও সাংবাদিকসহ দলীয় অনেক নেতা-কর্মী আহত হন।

এ ঘটনায় ওই বছরের ২ সেপ্টেম্বর কলারোয়া মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোসলেমউদ্দিন বাদী হয়ে যুবদল নেতা আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চুসহ ২৭ জনের নাম উল্লে­খ করে অজ্ঞাতনামা ৭০-৭৫ জনকে আসামি করে আদালতে মামলা করেন। মামলাটি বিভিন্ন আদালত ঘুরে হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালের ১৫ অক্টোবর মামলাটি এজাহার হিসেবে গণ্য হয়। পরবর্তীতে মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুর রহমান ৫০ জনের নাম উলে­খ করে আদালতে অভিযোগপত্র দেন।  আসামিদের বাকি ১৬ জনের মধ্যে একজন কারাগারে আছেন, বাকিরা পলাতক।

আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা, সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি আব্দুস সামাদ, আইজীবী নিজামউদ্দিন প্রমুখ।

অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শাহানারা আক্তার বকুল, আইনজীবী আব্দুল মজিদ, মিজানুর রহমান পিন্টু।

আরও পড়ুন-

শেখ হাসিনার গাড়িবহরে বোমা হামলা মামলা চলবে

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

46m ago