কক্সবাজার সদর হাসপাতালে আগুন
কক্সবাজার জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটে। কক্সবাজার ও রামু ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের নিচ তলার মালামাল রাখার স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে হয়েছে তা জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ড শুরু হলে হাসপাতালের প্রথম থেকে পাঁচ তলা পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে আতঙ্ক শুরু হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্টের স্থানীয় কয়েকটি স্বেছাসেবক দল রোগীদের হাসপাতালের ভেতর থেকে উদ্ধার করে বাইরে আনতে কাজ করে।
সিভিল সার্জন জানান, হাসপাতালে ৬০০ রোগী ভর্তি ছিলেন। তাদের অনেককেই সদর হাসপাতালের আশেপাশের বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments