অনলাইনে না পারলেও কেন্দ্রে এসে রেজিস্ট্রেশন করা যাবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউর টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন না, তারা টিকাদান কেন্দ্রে এসেও রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব ধরনের অনিশ্চয়তা সত্ত্বেও আমরা প্রথম ধাপে করোনার ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু করেছি। কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ইতোমধ্যে ভ্যাকসিন নিয়েছেন। এতে আরও অনেকে ভ্যাকসিন নিতে আগ্রহী হবে। উৎসবমুখর পরিবেশে টিকাদান কার্যক্রম চলছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশের সব জেলা-উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হবে।’

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে আজ সকাল পর্যন্ত এক হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছেন।

আরও পড়ুন:

রাজধানীর ৫ হাসপাতালে চলছে করোনার টিকাদান

করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে প্রথম ভ্যাকসিন নিলেন যারা

ভ্যাকসিনের অনলাইন নিবন্ধন শুরু

অগ্রাধিকার ভিত্তিতে ১ কোটি ৬৭ লাখ মানুষ করোনা ভ্যাকসিন পাবেন: প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছাল ৫০ লাখ ডোজ ভ্যাকসিন

ভ্যাকসিন নিয়ে দ্বিধা ও বিতর্ক কেন?

২০ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায়

র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দিলো সরকার

Comments

The Daily Star  | English

Iran's top security body to decide on Hormuz closure

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

14h ago