টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে যে সমীকরণ

আসছে দুটি সিরিজের উপরই নির্ভর করছে সব হিসেব নিকেশ।

করোনাভাইরাসের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বদলে যাওয়া আদলে কমে যায় ম্যাচের সংখ্যা। ফাইনালে যাওয়ার দৌড়ে তাই কারা আছে তা অনেকটাই পরিষ্কার। এই মুহূর্তে ফাইনালের দৌড়ে  আছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। আসছে দুটি সিরিজের উপরই নির্ভর করছে সব হিসেব নিকেশ। 

শীর্ষ থাকা ভারতের জয়ের শতকরা হার ৭১.৭ শতাংশ।  নিউজিল্যান্ড (৭০ শতাংশ), অস্ট্রেলিয়া (৬৯.২ শতাংশ), ইংল্যান্ড (৬৮.৭ শতাংশ)। অর্থাৎ চারটি দলের মধ্যে জয়ের শতকরা হারের ব্যবধান মাত্র ৩।

ফাইনাল নিশ্চিত করতে ভারতের সমীকরণই বেশি সহজ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতলেই বিরাট কোহলিরা নিশ্চিত করবেন ফাইনাল। ব্যবধান যদি ২-১ হয় তাহলে ভারতকে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের ফলের দিকে।

আর ইংল্যান্ডের কাছে ভারত যদি নিজেদের মাঠে ৪-০ বা ৩-০ ব্যবধানে হেরে যায় তাহলে আর তাদের কোন সুযোগ থাকবে না। তাদের টপকে ফাইনাল নিশ্চিত করে ফেলবে ইংল্যান্ড।

দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবগুলো ম্যাচই খেলে ফেলেছে। ৭০ শতাংশ জয়ের হার নিয়ে কেইন উইলিয়ামসদের অপেক্ষা ভারত-ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের দিকে। ভারত ও দক্ষিণ আফ্রিকা নিজেদের মাঠে সিরিজ জিতলেই লর্ডসে ভারতের প্রতিপক্ষ হয়ে যাবে কিউইরা।

নিজেদের মাঠে ভারতের কাছে সিরিজ হেরেই সর্বনাশ ডেকে এনেছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ এখন বেশ দুরূহ তাদের।  ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকায় তিন টেস্টের সিরিজ খেলবে টিম পেইনের দল।

ওই সিরিজে অস্ট্রেলিয়ার কোন ম্যাচই হারা চলবে না। জিততে হবে অন্তত দুই টেস্ট। অর্থাৎ তিন টেস্টের সিরিজ ২-০  ব্যবধানে জিতলে ফাইনাল নিশ্চিত। যেকোনো ব্যবধানে সিরিজ হারলে তো বিদায় বটেই। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও বাকি দলগুলোর ফলের সমীকরণের উপর নির্ভর করবে তাদের ফাইনাল খেলা।

ইংল্যান্ড আছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। তাদের ফাইনালে যাওয়ার পথ সবচেয়ে কঠিন। শক্তিশালী ভারতকে টপকে যেতে হলে ৩-০ বা ৪-০ ব্যবধানে সিরিজ জেতা লাগবে তাদের। সিরিজ হারলে বিদায় নিশ্চিত। অন্য ফল হবে অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়ার দিকে।

এ ছাড়া বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের খেলা থাকলেও ফাইনালে যাওয়ার কোন সম্ভাবনাই নেই তাদের।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank's steps to build up forex reserves

No limit on cash withdrawals from tomorrow

Bangladesh Bank (BB) has lifted a limit on cash withdrawals from banks in view of overall improvements in law and order.

1h ago