একুশে বইমেলা ১৮ মার্চ-১৪ এপ্রিল
আগামী ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বই মেলা চলবে পহেলা বৈশাখ বা ১৪ এপ্রিল পর্যন্ত।
আজ বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া মেলা ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। বাংলা নববর্ষের দিন মেলা শেষ হবে।’
এর আগে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় তিনি জানিয়েছিলন আগামী ১৮ মার্চ থেকে একুশে বইমেলা শুরু হবে।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেছিলেন, ‘১৮ মার্চ বইমেলা শুরু হবে। এর বেশি এই মুহূর্তে জানাতে পারছি না।’
করোনার পরিস্থিতিতে স্টল সাজানোর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘন ঘন স্টল হবে নাকি ছড়িয়ে ছিটিয়ে স্টল হবে সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমাদের ডিজাইনাররা পরিস্থিতি দেখে স্টলের ডিজাইন করবেন।’
Comments