সাকিবের স্ক্যানে স্বস্তির খবর

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসানের থাকা নিয়ে বড় শঙ্কাই ছিল। কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন দেশ সেরা এ তারকা। তবে স্বস্তির খবর প্রথম টেস্ট ম্যাচ থেকেই তাকে পেতে যাচ্ছে বাংলাদেশ। এমনটাই বলেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী।
উইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে কুঁচকিতে টান লেগেছিল সাকিবের। সেদিন মাঠ থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন এ অলরাউন্ডার। পরে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। তবে ব্যথা না কমায় আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরমধ্যে তার স্ক্যানও করা হয়। আর তার ফলাফল খুব ভালো বলেই জানান বিসিবি চিকিৎসক।
আর তাই প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে কোনো সংশয় নেই বলেই জানালেন মঞ্জুর, 'স্ক্যান রিপোর্ট খুবই ভালো। ক্লিনিকালি কোনো সমস্যা নেই। আমরা আশা করছি খুব দ্রুতই অনুশীলনে ফিরবে। ফিজিও-ও তাকে দেখেছে। আমরা আশা করছি প্রথম টেস্ট থেকেই খেলবে।'
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়েন সাকিব। ক্যারিবিয়ান ইনিংসের ৩০তম ওভারের ঘটনা। নিজের চতুর্থ বল করার পর পঞ্চম বলটি করার প্রস্তুতি নিচ্ছিলেন সাকিব। বড় পদক্ষেপ নেওয়ার সময় কুঁচকিতে টান অনুভব করেন। সঙ্গে সঙ্গেই পা চেপে ধরে মুখ বিকৃত করে ফেলেন।
তবে এরপরও বলটি করেছিলেন সাকিব। কিন্তু পরে আর পেরে ওঠেননি। ফিজিও মাঠে আসার পর প্রাথমিক চিকিৎসা নিলেও মাঠে থাকা সম্ভব হয়নি। এ সময় ফিজিও কথায় দৌড়ানোর সময় অস্বস্তি অনুভব করেন। এরপর ফিজিওর সঙ্গে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এ অলরাউন্ডার।
Comments