চলে গেলেন সংগীতগুরু সঞ্জীব দে

Sanjeeb Dey
সংগীতগুরু সঞ্জীব দে

সংগীতগুরু সঞ্জীব দে আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাত ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে  নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ ও কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

সঞ্জীব দে সংগীতগুরু হিসেবে পরিচিত ছিলেন। ১৯৭৪ সাল থেকে শুরু করে প্রায় পাঁচ দশক তিনি সংগীত শিক্ষা দিয়েছেন।

কণ্ঠশিল্পী শাকিলা, আলম আরা মিনু, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীরসহ অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী তার কাছে গানের শিক্ষা নিয়েছিলেন।

সঞ্জীব দে’র দাদা পেয়ারী মোহন দে বাঁশিবাদক, বাবা মিথুন দে উচ্চাঙ্গ সংগীতের নামকরা গুরু ছিলেন।

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC, equivalent exams; 139,032 get GPA-5

Pass percentage drops by 14.59 points, GPA-5 drops by over 40 thousand

28m ago