চট্টগ্রামের ডবলমুরিংয়ে ‘অস্ত্রের কারখানা’র সন্ধান
বন্দর নগরী চট্টগ্রামের ডবলমুরিং থানার বংশাল পাড়ায় গফুর খান সওদাগরের বাড়ির ছাদের কক্ষে ‘অস্ত্রের কারখানা’র সন্ধান পেয়েছে পুলিশ।
ডবল মুরিং থানার ওসি মোহাম্মম মহসিন এ তথ্য জানিয়েছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘পাঠানটুলীতে বংশাল পাড়ায় গুলিবষর্ণের ঘটনার পর পুলিশ অস্ত্রের উৎসের সন্ধানে অভিযানে নামে। আজ ভোররাত ২টার দিকে সেই অভিযানে দুটি অস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।’
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেছেন তিনি।
Comments