প্রস্তুতির ম্যাচে ভালো শুরু উইন্ডিজের

ছবি: ফিরোজ আহমেদ

দ্বিতীয় সারির দল নিয়ে ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি ক্যারিবিয়ানরা। টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়াতে চায় দলটি। তার আগে প্রস্তুতিটা ভালোভাবেই নিচ্ছে তারা। বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের শুরুটা ভালো হয়েছে তাদের। লাঞ্চ বিরতির আগে ১ উইকেটে ৮৯ রান করেছে সফরকারীরা।

বাংলাদেশের উইকেট বরাবরই স্পিন স্বর্গ হয়ে থাকে। তবে তিন দিনের এ প্রস্তুতি ম্যাচে এদিন চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের উইকেট ছিল ঘাসের। আর এমন উইকেটে খেলেই অভ্যস্ত ক্যারিবিয়ানরা। তার প্রতিফলন অবশ্য দেখা গিয়েছে তাদের ব্যাটিংয়ে। সহজেই বিসিবি একাদশের পেসারদের সামলেছেন।

এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। জন ক্যাম্পবেলকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন অধিনায়ক। আর শুরুটাও করেন দারুণ। যদিও প্রথম দিকে সৈয়দ খালেদ আহমেদের বল খেলতে কিছুটা সংগ্রাম করতে হয়েছে। বেশ কয়েকবার এলবিডাব্লিউর জোরালো আবেদন হয়। ব্যাটের কানা ছুঁলেও দুইবার উইকেটরক্ষকের হাতে যায়নি। আরেক ওপেনিং বোলার মুকিদুল সিলাম মুগ্ধও খারাপ করেননি। তবে শেষ পর্যন্ত কোনো বিপদ হয়নি। ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করেন দুই ওপেনার।

একপ্রান্তে ব্র্যাথওয়েট দেখে শুনে ব্যাট চালান। তবে অপর প্রান্তে বেশ সাবলীল ব্যাট করতে থাকেন ক্যাম্পবেল। মাঝে মধ্যেই ঝুঁকি নিয়েছেন।বিসিবি একাদশের বোলারদের উপর কিছু চড়াও হয়ে রানের গতি সচল রেখেছেন। তবে তাকে ফিরিয়েই ক্যারিবিয়ান শিবিরে একমাত্র ধাক্কাটা দেন অফস্পিনার শাহাদাত হোসেন দিপু। ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে লংঅনের উপর দিয়ে বাউন্ডারি মারতে চেয়েছিলেন ক্যাম্পবেল। ঠিকভাবে হয়নি। মিডঅনে দাঁড়ানো তৌহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন। তবে সাজঘরে ফেরার আগে ৪৪ রানের ইনিংস খেলেন। ৭৩ বলের ইনিংসটি ৭টি চার ও ১টি ছক্কায় সাজান এ ওপেনার।

এরপর সাইনি মোসলেকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক ব্র্যাথওয়েট। এরমধ্যেই অবিচ্ছিন্ন ২৫ গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন তারা। ১ উইকেটে ৮৯ রান করে বিরতিতে গিয়েছে দলটি। ব্র্যাথওয়েট ৩২ ও মোসলে ৯ রানে ব্যাট করছেন।

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত)

উইন্ডিজ: ২৭ ওভারে ৮৯/১ (ব্র্যাথওয়েট ৩২*, ক্যাম্পবেল ৪৪, মোসলে ৯*; খালেদ ০/২২, মুগ্ধ ০/১৪, শাহিন ০/২৮, দিপু ১/১৫, রিশাদ ০/৮)।

Comments

The Daily Star  | English
Hasnat Abdullah calls for rally to ban Awami League

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

2h ago