রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ৫
রোমানিয়ার রাজধানী বুখারেস্টের এক করোনা চিকিৎসার হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ রোগী নিহত হয়েছেন। আজ শুক্রবার এ ঘটনার পর হাসপাতালের ১০২ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত তিন মাসে দেশটিতে দ্বিতীয় কোনো হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সকালে মাটেই বালস হাসপাতালের একটি ভবনে এ আগুন লাগে। এতে ওই ভবনের চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।
কর্মকর্তারা জানান, তিন রোগী ঘটনাস্থলেই নিহত হন। একজনকে উদ্ধার করার পরেও বাঁচানো সম্ভব হয়নি এবং পরে একটি বাথরুমে অপর রোগীর মরদেহ পাওয়া যায়।
আগুন লাগার কারণ তদন্ত করছেন বলে জানান প্রসিকিউটররা।
মাটেই বালস রোমানিয়ার অন্যতম বৃহত্তম ও করোনার জন্য গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোর একটি বলে জানান এর পরিচালক। রোগীদের সরিয়ে হাসপাতালের অন্য ভবনে বা বুখারেস্টের অন্যান্য করোনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদ ভইকুলেসকু বলেন, ‘সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলার আগে আমাদের আজ রাতে এখানে কী হয়েছে, তা আগে জানতে হবে। বাস্তবতা হলো- আমাদের হাসপাতালগুলোর বেশিরভাগের তহবিল অপ্রতুল।’
এর আগে, গত নভেম্বরে রোমানিয়ায় পিয়াত্রা নিমট কাউন্টি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের অগ্নিকাণ্ডে দশ জন নিহত হন।
Comments